Powered By Blogger

Thursday, September 15, 2011

Shibram Ideal Govt Primary School, Sundargonj, Gaibanda, Bangladesh

Shibram Ideal Govt Primary School


National Anthem by Students of Shibram Ideal Govt Primary School
Shibram Ideal Govt Primary School is situated in rural area of Sundargonj Upazila in Gaibandha District. It is on the eastern side of highway N5 (Dhaka-Rongpur Highway). There is a road from Palashbari to Gaibanda (R555) and from Gaibanda there is a motorable road to go Sundargonj Upazilla. From Sundargonj, there is a bypass road to go to Rongpur. Shibrampur is situated only 5 KM from Sundargonj on the baypass road.



The School is situated on a 2.2 Acres of Land with 1420 students of whom 300 live in hostel. There are 87 teachers of whom 15 only are govt teacher. Other 72 teachers are employed by the School Committee who manages an yearly resource of 30 million taka at least. 
Nurul Alam, ex Head Master who joined this School in 1984 has turned the Primary School as an Institute. He mobilized local people and School Management Committee to develop a system by which it achieved almost 100% success rate in all respect. He employed private teachers in aid of govt teachers, introduce night time reading in the School. Today Shibram Primary School has daily visitors from different parts of Bangladesh as well as from abroad & International organizations.

Add caption













শিবরাম আদর্শ প্রাথমিক বিদ্যালয় গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ উপজেলার প্রায় ৫কিলোমিটার দূরে ২.২ একর জুড়ে অবস্থিত। স্কুলের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম, পরিস্কার পরিচ্ছন্ন এবং ১৪২০ জন ছাত্রছাত্রীর কলকাকলিতে মুখর। স্কুলে ১৫জন সরকারি শিক্ষক ছাড়াও রযেছে ৭৮ জন বেসরকারি শিক্ষক এবং তাদের বেতন ভাতাদি পরিশোধিত হয় স্কুলের নিজস্ব তহবিল থেকে। স্কুলটি বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে অভাবিত সাফল্যের জন্যে দেশীয় ও আন্তর্জাতিক ব্যাক্তি ও সংস্থার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। স্কুলের সাফল্যের মধ্যে রয়েছে শতভাগ পাশের হার, উপজেলার সিংহভাগ বৃত্তি অর্জন, এলাকার শতভাগ শিশুর প্রাথমিক শিক্ষার আওতায় আনয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভাবিত সাফল্য। স্কুলে রয়েছে একটি যাদুঘর, কৃত্রিম পাহাড় জলাশয় সাগর উপসাগর ইত্যাদি প্রাকৃতিক পরিবেশে মাটির তৈরি জীবজন্তুর চিড়িয়াখানা, একটি সমৃদ্ধ শিক্ষা উপকরণ সংগ্রহশালা, নাচ ও গান শেখার যন্ত্রপাতি, ৩০০ ছাত্রের জন্যে একটি হোস্টেল ও একটি অতিথিশালা। আবাসিক ছাত্র ব্যতীত অন্য ছাত্রদের কাছ থেকে তেমন কোন ফি নেয়া হয় না। আবাসিক ছাত্রদর মধ্যে রয়েছে স্থানীয় ও অস্থানীয় ছাত্রছাত্রী। গাইবান্দা জেলা ছাড়াও ঢাকাসহ বিভিন্ন জেলার ছাত্ররা আবাসিক ছাত্র হিসেবে এখানে পড়াশোনা করে।
স্কুলের পড়াশোনা পদ্ধতির অন্যতম বৈশিষ্ঠ হচ্ছে যে শিশুদেরকে স্কুলেই তাদেরকে নিত্যদিনের পড়াশোনা শিখিয়ে দেযা হয় এবং বাড়ীতে তাদের পড়তে হয় না। স্কুলের ছাত্রদের বই স্কুলেই রেখে যেতে হয়। প্রতি ক্লসে অন্তত ২০ জন ছাত্রের জন্যে ২ জন শিক্ষক পাঠদান করেন। দিনের বেলা তাদের যা শিখানো হয়, রাতের বেলা তাদেরকে তার অনুশীলন সমাপ্ত করা হয়। ছাত্রছাত্রীরা দিনের পাঠ শেষ করে বাড়ি চলে যায়, সন্ধ্যায় অভিভাবকরা সন্তানদের স্কুলে নিয়ে আসেন এবং রাত ১০টার আগে এসে নিয়ে যান। স্কুলে বিদ্যুত চলে গেলে আলো ও বাতাসের জন্যে স্কুলে রয়েছে সার্বক্ষনিক বিদ্যুতের নিশ্চয়তার জন্যে একটি বড় জেনারেটর।
এ স্কুলের সাফল্যের পশ্চাতে রয়েছেন স্কুলের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জনাব নূরুল আলম। তিনি ১৯৮৪ সালে স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে গড়ে তুলেছেন এই স্কুল। 




Items of Learning


Display of Environment